Hatha Yoga হল যোগ শাস্ত্রের অতি পুরানো এক বিশেষ অংশের নাম হল হঠ যোগ, এই যোগের প্রধান উদেশ্য আপনার শরীরের বিভিন্ন শক্তি ও জীবন প্রক্রিয়ার মধ্যে সমন্নয় সৃষ্ঠী ।
“ha / হ ” অর্থাত্ সূর্য বা সূর্য কেন্দ্রিক শক্তি ও “tha / ঠ ” অর্থাত্ চন্দ্র বা চন্দ্র কেন্দ্রিক শক্তি, প্রধানত এই দুই শক্তির মধ্য সমন্নয় আনার পথ হল হঠ যোগ।
তাই ভারতের বহু বিদ্যবান ঋষিরা Hatha Yoga নামে অসাধারণ প্রক্রিয়া স্থাপন করেন। যার মাধমে আপনি এই দুই শক্তির মধ্য সমন্নয় স্থাপন করে নিজের জীবনের অনুভব , বিচার শক্তি ও চিন্তা শক্তির চরম অবস্থায় নিয়ে যেতে পারবেন ।
হঠ যোগ খুবই বিতর্কিত বিশয় । কেউ বলেন পাতঞ্জলি যোগ শাস্ত্রে ও কেউ বলেন অন্য কিছু তার মধ্যে ( Hatha Yoga Pradipika) হঠ যোগ প্রদীপিকা, ( Amṛtasiddhi ) অমৃতসিদ্ধি, ( Hatha Ratnavali ) হঠ রত্নাবলি অন্যতম ।
তবে এই যোগ সুত্র স্থাপনের পিছনে আছেন অনেক মুনি- ঋষির অবদান তাদের মধ্যে সবচেয়ে বেশি আদি নাথ ( মহাদেব বা ভগবান শিব ) তার পর মহর্ষি পতঞ্জলি , ঋষি গোরখনাথ , ঋষি মনিপা ও আর নাম না জানা অজস্র ঋষিরা যারা এই কঠোর পরিশ্রমের মধ্যমে ও জীবনের বিনিময় এই অসাধারণ যোগ প্রক্রিয়া সৃষ্ঠী করেছেন । তাদের প্রচেষ্ঠা আজও সমান ভাবে মানুষের উপকারে ব্যবহৃত ।
পূরণ অনুসারে Hatha Yoga ৮ টি ভাগ ১। (Yamas ) ধর্ম , ২। (niyama ) নিয়ম , ৩। (asana ) আসন , ৪। (pranayama) প্রনযাম, ৫। (pratyahara) প্রত্যাহার , ৬। (dharana) ধারনা , ৭। (dhyana) ধ্যান , ৮। (samadhi) সমাধি ।
ধর্ম হল জীবন যাপনের শৈলী , যার মাধমে মানুষ সমজিক কর্মে যুক্ত হয় । যোগ বা হাথা যোগ মানুষের জীবনের 5 টি গুরুত পূর্ণ স্তম্ভ প্রদান করে যা হল
আমরা আমাদের জীবনে অনুশাসন তৈরি ও আত্মা অনুসনধান এর পথ হল নিয়ম । যোগে প্রধানত ৪ টি নিয়ম
আসন অর্থ অঙ্গ বিন্যাস ও যোগের অনুশাসনের পথ । ঋষিরা প্রতিটি যোগের জন্য কিচ্ছু নির্দিষ্ট আসন তৈরি করেছিলেন, যাতে নিজের দেহের সমস্থ সীমাবদ্ধতা দূর করা যায় । গভীর অনুশাসন দ্বারা নিজের সীমা বিস্তার পথ হল যোগ আসন ।
যোগে বলা হয় বায়ু হল প্রাণ । বিনা বায়ুতে প্রাণ সম্ভব নয়, আমরা বায়ু গ্রহণ করি শ্বাস প্রশ্বাস এর মাধমে যাতে আমরা বেচে থাকতে পরি । ঋষি দের নির্মিত প্রাণায়াম হল এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে প্রাণ বায়ুর গ্রহনের পরিবর্তণ করে শরীরের বিভিন্ন এনার্জি সিষ্টেম কে অ্যাক্টিভেট করা সম্ভব ও সেই এনার্জির একটি দিশা দেওয়া সম্ভব ।
যোগে প্রত্যাহার শব্দের অর্থ হল বাহিরের উদ্দীপনার জগত থাকে নিজের চেতনা কে মুক্ত করে নিজের শারিরীক প্রক্রিয়ার উপর একত্রিত করা। নিজেকে ও নিজের চিন্তা শক্তি কে বাইরের প্রভাব ও অনুভব থাকে মুক্ত করার বিধি হল প্রত্যাহার ।
ঋষিরা মনে করেন ধারনা হছে আপনার বোধ বা উপলব্ধি সৃষ্ঠী । মানুষের এই উপলব্ধি হয় পঞ্চইন্দ্রেয় মধ্যমে তাই যোগ জ্ঞান ও অনুভব সেই বিধি প্রদান করে যাতে আপনি সত্য জ্ঞান লাভ করতে পারেন ।
যোগে ধ্যান কথার অর্থ হল গভীর ভাবে কোনো বিষয় মন নিবেশ । ঋষিরা তাই যোগ প্রক্রিয়াতে এমন এক বিধি তৈরি করেছেন যার সাহায্যে মানুষের চিন্তা ভাবনার ও অনুভবের গভীরে প্রবেশ করতে সম্ভব । নিজের জীবনের জ্ঞান , অনুভব ও সচেতনটা বিস্তার হল মানুষের প্রধান লক্ষ ।
যোগে সবচেয়ে গুরুতপূর্ণ বিষয় হল সমাধি , যার অর্থ অনকটা এই রূপ “সম” যার মনে সমান বা ভাল ভাবে ব্যালান্স ও “আধি” অর্থ বুদ্ধি এক কোথায় নিজের বিচার ধরার ও বুদ্ধি বৈষম্য ও ভেদাভেদ দূর করা ও সমস্থ জিনিসে সমতা আনা হল সমাধি ।
যখন আপনার মধে বৈষম্য ভাব দূরে যাবে তখন আপনি পারবেন নিরকার কে বুঝতে ও অনুভব করতে পারবেন তাই এই বিধি কে বলা হয় সমাধি ।
তাই ভারতের নানা ঋষিরা বহু বছরের সাধনার পর যোগের বিশেষ কিছু আসন তৈরি করেছেন যা আপনার শরীরের ভিতরে বয়সের প্রভাব থাকে শুরু করে আমাদের সমস্থ হাড়ের ক্ষয় ক্ষতি পর্যন্ত রোধ করে ও শরীরের মধে নমনীয়তা আনে ।
মেডিটেশন বা ধ্যানের ১৪টি বৈজ্ঞানিক উপকারিতা: মেডিটেশনের মধ্যে কিছু আশ্চর্যজনক উপকারিতা বিদ্যমান যা একটি সুস্থ,… Read More
শ্রী কৃষ্ণ হলেন প্রভু বিষ্ণুর অষ্টম অবতার এবং তার থেকে পাওয়া কিছু শাশ্বত উপদেশের সংকলন… Read More
Reiki বা রেইকি অর্থ কী: Reiki হল খুবই জনপ্রিয় একই সাথে বহু প্রাচীন এক ধরনের জাপানী এনার্জি… Read More
জেনে নিন Aura আসলে কী ও কিভাবে নিজের Aura দেখা সম্ভব | Aura বিভিন্ন রঙের… Read More
Asthma কী? Asthma এক ধরনের Chronic Disease, যা আমাদের ফুসফুস বা lungs এর শ্বাস বায়ুর আদান… Read More
তন্ত্র শব্দের অর্থই হলো কৌশল বা পদ্ধতি | যা সাধারণ মানুষের বোধ বিবেচনার ও অনুভবের… Read More