Maha Shivratri
“শিব কথার প্রকৃত অর্থ হল শূন্য” বা যা সম্পুর্ন নিরাকার। শিবই হল অনুভব শিবই হল পরম সাধন। ঋষি দের মতে শিব যিনি সমস্থ বাধন হতে মুক্ত যিনি সর্ব জ্ঞানী, ত্রিকাল দর্শী ও সর্বত্র বিরাজমান।যিনি সারা মহাবিশ্বের সময়ের বাধন হতে মুক্ত তিনি হলেন সমস্থ ইন্দ্রের ঈশ্বর সয়ং শিব।
ভগবান শিবের পূজা কোন সহজ বিজয় নয় কারণ তিনি সমস্থ বাধন হতে মুক্ত।তাই শিবের সাধনা ও প্রাপ্তি শুধু আপনার অনুভব মাত্র। ভগবান শিবকে জানার প্রচেষ্ঠাতে নানা সিদ্ধ পুরুষ ও মুনি ঋষিরা নিজের সমস্থ জীবন অর্পণ করেছেন।
আজ প্রযন্ত কেউ সঠিক উত্তর দিতে পারেনি সঠিক ধারনা দিতে পাড়েনি, কারণ সবার সাধনা ভিন্ন ও অনুভব ভিন্ন ।
ॐ নামঃ শিব শিবয়ঃ
মহা শিবরাত্রি (Maha shivaratri) :
মহা শিবরাত্রি হল উত্তর গোলার্ধের গভীর তম রাত কারণ এই দিন উত্তর গোলার্ধের পজিশান খুবই অদ্ভুদ রকম ভাবে পরিবর্তিত হয়। এই দিন এই প্রকৃতি আমদের জীবনের চেতনা ও এনার্জির অনুভবের চরমে নিয়ে যেতে সাহায্য করে।
spiritual বা আধাক্তিক পথের সমস্থ মানুষরা এই দিনটির জন্য অপেক্ষা করেন। এই দিন প্রকৃতি তাদের সাধনার ও সিদ্ধির চরম সীমায় নিয়ে যেতে সাহায্য করে। এই দিন প্রতিটি মানুষের জীবনের জন্য গুরুত্ত পূর্ণ সে আপনি যে কোনও কাজের সাথেই যুক্ত থাকুন না কেন।
এই দিন প্রকৃতির অপনার জীবনের সমস্থ শক্তি কে ক্রমাগত বৃদ্ধি ও চরম সীমায় নিয়ে যাতে সাহায্য করে।
Maha Shivratri পালনের বিশেষ কারণ:
- শিবরাত্রী প্রতিটি মানুষের মধ্যে থাকা তম গুণ ও রজ গুনের মধ্যে সমতা শ্রীষ্ঠী বিশেষ সুযোগ। এতে লোভ ক্রোধ রাগ হিংসা থেকে মনকে খুব সহজে মুক্ত করা যায়।
- যদি আপনার Vata দোষ থাকে তবে এই দিন খুব সহজে শোধনের মাধমে আপনার শরীরের নানা রোগ যেমন রুক্ষ তক, ঘুমের সমস্যা থাকে খুব সহজে মুক্তি পাওয়া যায়।
- যারা গভীর রোগ নিয়ে দীর্ঘ দিন ভুগছেন তারা মহা মৃতুঞ্জয় জব করলে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন।
- এই দিন বিধি পূর্বক পঞ্চভূত শুদ্ধি দ্বারা শরীরে ও মনের নানা সমস্যা থেকে নিশ্চিত রেহাই পাওয়া যায়।
Maha Shivratri গুরুত্ব পূর্ণ রীতি:
- সকল বেলায় স্নানের পর এই দিন ও সঠিক বৈদিক মন্ত্র উচারণ মন্দিরে পূজা সম্পূর্ণ করা উচিত।
- এই দিন প্রতিটি মানুষের সম্পুর্ন রূপে উপস করা উচিত বা না হলে ফল অহার করা উচিত।
- শিব রাত্রির রাত্রে না ঘুমিয়ে, মেরুদন্ড সোজা রেখে বসা সবচেয়ে গুরুত্ত পূর্ণ। কারণ এই এনার্জির পরিবর্তন বছরে মাত্র একবার অনুভব করা যায় যা সমস্থ মানুষের জন্য উপকারী।
- এই দিন শরীরে সুতির নরম কাপড় পরা সবচেয়ে বেশি উপকারী ও চামড়ার জিনিস এই দিন যত কম ব্যবহার করা উচিত।
- যদি আপনি এই দিন সাধনা বা meditation করেন তবে খুবই ভাল আপনি সাধনা চরম সীমায় খুব সহজে যাতে পারবেন। তাই সাধনার ও অনুভববের চরম সীমায় যাবার শ্রেষ্ঠ দিন হল মহা শিব রাত্রি।
তবে বর্তমান ভগবান শিব কে আড়ম্বরের দেবতা বানিয়ে একটি শিবরাত্রি Business চলছে মাত্র, ভারতের খুব কম যায়গাতে আজ বেচে আছে শিবের সাধনা পদ্ধতি যা জীবন কে পরিবর্তণ করতে পারে।
যদি আপনার Online meditation শিখতে চান তবে যোগ যোগ করুন 9433-657-349 নাম্বারে