Aura-in-bengali

Aura কী | কিভাবে Aura পরিশুদ্ধি সম্ভব | Aura in Bengali

Aura কী?

Aura বা দেহজ্যোতি,  যাকে বিজ্ঞানের ভাষায় electromagnetic field বা এনার্জি বডি বলা হয়, যা সাধারণত খালি চোখে সহজে দেখা সম্ভব না। তবে Krilian Photography নামে এক বিশেষ ফটোগ্রাফি পদ্ধতির সাহায্যে  আমরা নিরভুল ভাবে  Aura প্রতিফলন দেখতে পাই।

এই Aura বা electromagnetic field সৃষ্ঠীর সমস্ত জীব ও জর বস্তুর এক বিশেষ বৈশিষ্ঠ যা প্রতি বস্তুর বাহিরের স্তরে এক বিশেষ এনার্জির বেষ্ঠনীর আকারে আবধ্য।

অবাক করা বিষয় হল এনার্জি বডির বা Aura ভিন্ন ভিন্ন রঙের প্রতিফলনের উপর ভিত্তি করে সহজে যে কোন মানুষের শারিরীক মানসিক ও চারিত্রিক স্থিতি থেকে শুরু করে তার কর্ম এবং অতীত ও বর্তমান সম্পর্কে স্পষ্ট ধারনা করা সম্ভব।

সৃষ্টির বিভিন্ন বস্তুর Energy Body বা Aura মধ্যে কয়েক লক্ষ রঙের প্রতিফলন দেখা যায় তবে মানুষের ক্ষেত্রে Aura প্রতিফলনের সর্বোচ সীমা হল সাদা এবং কালো।

যার মধ্যে সাদা positive শক্তির প্রকাশ বলা হয়, এই করনেই অনেক লক্ষ্য করে থাকবেন সাধু বা পুণ্যাত্মা ছবির পিছনে সাদা রঙের প্রতিফলন লক্ষ করা যায় যাকে দেব গুণ ক্ষমতা সম্পন বলা হয়। এবং এর বিপরীত হল কালো রঙ কে ঋণাত্বক শক্তি না নেগেটিভ এনার্জি সম্পন্ন ক্ষমতা বলা হয়।

তবে সাধারণ মানুষের ক্ষেত্রে Aura বা এনার্জি বডির মধ্যে 7টি প্রকার রঙ্গের প্রতিফলন বেশি লক্ষণীয়। যা সাধারণত হল লাল, কোমল, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ইত্যাদী।

Aura প্রতিটি রঙের সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে আমার নিজের ও যে কোন মানুষ গতি প্রকৃতি সহজ ও  নির্ভুল  ভাবে বিচার করা সম্ভব।


Energy Body বা Aura দেখার উপায়:

আমাদরে চোখ কোন বস্তু কে দেখার ক্ষেত্রে আমরা চোখের দুই ধরনের Vision ব্যবহার করে থাকি যা হল central vision ও peripheral vision।

সাধারণত দিনের 90 ভাগ সময় দেখার ক্ষেত্রে সেন্ট্রাল Vision ব্যবহার করে থাকি। তবে peripheral vision বা side Vision আমাদের গতিশীল অবস্থায় থাকা কোন বস্তু বা স্থানের অবস্থান বুঝতে সাহায্য করে একিই সাথে দেখার ক্ষমতা কে বাড়িয়ে তোলে।

আমরা peripheral vision এর সাহায্যে Aura কে দেখতে পাই, তবে দৃষ্টি শক্তি দুর্বল মানুষের ক্ষেত্রে এটি দেখা সহজে সম্ভব নয়।      

Aura দেখার ক্ষেত্রে প্রথমে নির্দিষ্ট এই বিন্দুটির দিকে তাকান ও ফোকাস করুন এই বিন্দুটির ফোকাস রেখে peripheral vision এর সাহায্যে বাহিরের দিকে দেখার চেষ্টা করুন, আপনি দেখতে পাবেন একটি নির্দিষ্ট রঙ সম্পন্ন আলোর রেখার বেষ্ঠনী যাকে আমরা Aura বলে থাকি।


Aura Colors Emission in bengali & aura bengali version
Aura Colors in Bengali

Aura প্রধান 7টি রঙের অর্থ:

মানুষের Aura বা আভা আভ্যন্তরীণ স্থিতি প্রতিফলন, তবে মানুষের Aura বা আভা মধ্যে 7টি রঙের প্রতিফলন বিশেষ ভাবে লক্ষণীয় যা হল লাল, কোমল, হলুদ, সবুজ, নীল, বেগুনি।  

লাল : যে সব ব্যক্তির Aura বা আভা রঙ লাল তাদের নেতৃত্ব ও সাহসীকতা প্রবল পরিমাণে বর্তমান একি সাথে এরা পর-উপকারী আবার জেদি ও অল্পে প্রচণ্ড রাগী উগ্র সভবের মানুষ হয়ে ওঠেন। এছাড়াও এরা বন্ধু প্রিয় আপনজনের প্রতি দ্বায়িত্বশীল এবং বিশ্বস্ত প্রকৃতির মানুষ হয়ে থাকেন।

কমলা : যে ব্যক্তির Aura বা আভা রঙ কমলা হয় তারা খুবই ক্রিয়েটিভ, আত্ববিশ্বাসী এবং আনন্দ ময় ব্যক্তির হয়ে থাকেন, এই ধরনের মানুষ বেশির ভাগ বিনোদন গান বাজনা নিয়ে খুব আগ্রহী হয়ে থাকেন।   

হলুদ :  হলুদ aura অর্থ হলই প্রাণবন্ত ও বন্ধুত পরায়ণ মানুষ, এই সব ব্যক্তির খুবই কঠোর পরিশ্রমী ও উদার মনের মানুষ হয়ে থাকেন এই ধরনের ব্যক্তির অন্তঃস্থ  বুদ্ধিমত্তা সাধারণ মানুষের থেকে বেশি হয়ে থাকেন।   

সবুজ : সবুজ Aura বা আভার অর্থ হল ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক, এই ধরনের মানুষেরা ভাবুক প্রকৃতির হয়ে থাকেন ও একা থাকতে বেশি পছন্দ করেন। এছারও এই ব্যক্তিরা যে কোন কর্মের সুষ্ঠ ভাবে সম্পুর্ন করতে এবং সব কিছু নিজের মত গুছিয়ে নিতে ভালোবাসেন।  

নীল : নীল Aura অর্থাত্‍ ক্ষমতার প্রতীক, যে সব ব্যক্তির Aura বা আভার রঙ নীল হয়ে থাকে শরীর ও মনের ব্যালান্স অসাধারণ হয় এবং চারিত্রিক বৈশিষ্ঠ সাধারণ মানুষের থেকে বহু গুণে শ্রেষ্ঠ হয়ে থাকে। এই ধরনের ব্যক্তিরা সাধনা ও বিভিন্ন তন্ত্র মন্ত্রে শিক্ষার প্রতি সবচেয়ে আকৃষ্ট হয়ে থাকেন।

বেগুনি: বেগুনি Aura রম জ্ঞান ও পরম আনন্দ শক্তির প্রধান উৎস, যে সব ব্যক্তির Aura বা আভার রঙ বেগুনি হয়ে থাকে তাদের মধ্যে প্রাণ চঞ্চল ভাব সর্বদা বিরজমান এবং প্রতিটিই মানুষের প্রতি এরা ভক্তি শ্রদ্ধাবান হয়ে থাকেন।


aura definition in bengali

Aura পরিশুদ্ধি প্রয়োজনীয়তা :

আমাদের আভ্যন্তরীণ স্থিতি যা প্রতিক্ষণে পরিবর্তনশীল তারই বহি:প্রকাশ হল Aura, যার সঠিক স্থিতি এবং পরিশুদ্ধি জীবনের প্রতিটি স্তরের উপর গভীর প্রভাব বিস্তার করে এবং প্রাণ শক্তির সমতা বজায় রাখতে সাহায্য করে।

কারণ প্রতিটি মানুষের সংস্পর্শে সাথে আমার কিছুটা এনার্জি এক্সচেঞ্জও করে থাকি যার ফলে এটি কমোন ব্যাপার আপনি নিজের অজান্তে অন্য কোন বাক্তির স্ট্রেস বা নেগেটিভ এনার্জি নিজের Aura মধ্যে বহন করে চলেছি। আর এর ফলে আপনি কোন কারণ ছাড়াও রাগী অধৈর্য বদমেজাজি দুশ্চিন্তা যুক্ত ও  নানা রোগ গ্রস্ত হয়ে উঠছেন। 

তবে Aura পরিশুদ্ধির সাহায্যে শারিরীক ও মানসিক নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং Aura মধ্যে জমে থাকা কর্ম বন্ধন ও নেগেটিভ এনার্জি সহজে দূর করতে পারি।

Aura বা আভার পরিশুদ্ধির 3টি সহজ উপায় :    

নিম স্পর্শ: Aura পরিশুদ্ধির ক্ষেত্রে নিম পাতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কারণ নিমের পাতার মধ্যে উচ্চ মাত্রায় প্রাণিক স্পন্দন লক্ষ করা যায়। তাই নিমের পাতা বালিশের তলায় রেখে শুলে Aura মধ্যে জমে থাকা নেগেটিভ এনার্জি সহজে দূর হয়।

স্নান: ভাবতে অবাক লাগবে স্নান আমাদের Aura কে পরিশুদ্ধ করতে সাহায্য করে,   তবে স্নানের সময় যদি আমরা খুব অল্প পরিমাণে নুন বা লবণ জলের সাথে মিশিয়ে স্নান করি তবে খুব সহজে আমরা নিজের Aura মধ্যে জমে থাকা নেগেটিভ এনার্জি কে দূর করতে পারি।

মেডিটেশন:   মানুষের মানসিক স্থিতি উপর সঠিক নিয়ন্ত্রনের সহজ উপায় হল ধ্যান বা মেডিটেশন, মানসিক স্থিতির উপর নির্ভর করে শারিরীক সুস্থতা সজীবতা ও দৈনন্দিন ক্রিয়াকলাপ যার প্রভাব সম্পুর্ন রূপে লক্ষ করা যায় মানুষের আভা বা Aura ভিন্ন রঙের প্রতিফলনের মধ্যমে। সঠিক ধরনের মেডিটেশন মানুষের Aura শুদ্ধিকরনের ক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করে।

মাটির স্পর্শ:  খালি পায়ে মাটির উপর বা ঘাসের উপর দিয়ে হাটি যাতে পা যদি সম্পুর্ন মাটি কে স্পর্শ করে তাহলে কিছুটা হলেও আমাদের Aura মধ্যে জমে থাকা নেগেটিভ এনার্জি দূর হয় এবং শরীরের হরমোন ইমব্যালেন্স থেকে শুরু নানা সমস্যার দূর করতে সাহায্য করে।

পঞ্চভূতশুদ্ধি ক্রিয়া : পঞ্চ ভূত অর্থ হল সৃষ্টির পাঁচটি বুনিয়াদি শক্তি অর্থাত্‍ অগ্নি, জল, বায়ু, আকাশ ও মাটি যার দ্বারা আমাদের শরীর গঠিত। এই পাচটি তত্বের সঠিক অবস্থা আমাদের সুস্থ ও মানসিক বিকাশে সাহায্য করে।

 সঠিক গুরু দ্বারা ভূতশুদ্ধি ক্রিয়া সম্পন্ন হলে তা মানুষের বহু সমস্যা সমাধানে সক্ষম হয়ে থাকে এবং নিজের Aura মধ্যে জমে থাকা কর্ম বন্ধন ও নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করে।  

এছাড়াও আমাদরে Aura শরীরের হরমোন ইমব্যালেন্স থেকে শুরু করে স্ট্রেস ডিপ্রেশনের অনিদ্রার মত সমস্যা গুলি কমায় এবং শরীর ও মন কে সতেজ রাখতে সাহায্য করে।

আসা করছি আপনাদের সঠিক তথ্য দিতে পেরেছি যদি আপনাদের কোন প্রশ্ন থেকে থাকে তবে আমাদরে মেল করুন Contact@wisdomcue.com 

1 thought on “Aura কী | কিভাবে Aura পরিশুদ্ধি সম্ভব | Aura in Bengali”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *