Reiki বা রেইকি অর্থ কী: Reiki হল খুবই জনপ্রিয় একই সাথে বহু প্রাচীন এক ধরনের জাপানী এনার্জি হিলিং থেরাপি যার সৃষ্টিকর্তা হলেন “Mikao Usui” নামের এক মহান বৌদ্ধ সন্নাসি। এই থেরাপির সৃষ্টির প্রধান উদ্দেশ্য হল শরীর ও মনের মধ্যে থাকা বিভিন্ন জটিল দুরারোগ্য সমস্যার দ্রুত ও সঠিক সমাধান করা। আশ্চর্য বিষয় হল Reiki শব্দটির মধ্যে রয়েছে এর চিকিত্সার আসল অর্থ, যার মধ্যে “Rei” শব্দের অর্থ হল Universal বা মহাজাগতিক স্থিতি বা ক্ষমতা এবং “Ki” শব্দের অর্থ হল প্রাণ শক্তি বা জীবন প্রদান করি Energy । সহজ ভাষায় বলতে হলে এই মহাজাগতিক স্থিতির সাথে নিজের শরীরের প্রাণশক্তির মিলন ও প্রবাহ কে ব্যালান্স করার সঠিক এবং নির্ভুল পদ্ধতি হল এই রেইকি। Reiki Treatment রেইকি চিকিৎসার ব্যবহার: Reiki গুরুরা মনে করেন প্রাণ শক্তির সঠিক প্রবাহ হল আমাদের সুস্থ শরীর, সুস্থ মন এবং অভিনব চেতনার বিকাশের প্রধান উপাদান। যদি কোন অনিবার্য কারণবশত মানুষের শরীরে প্রাণশক্তি প্রবাহে দীর্ঘ দিন বাধা সৃষ্ঠী হয় তার ফল সরূপ শরীরের মধ্যে সৃষ্টি হয় নানান ধরনের জটিল রোগ ও নানাবিধ অস্থিরতা । তাই এই ধরনের সমস্যার সমাধানের এক মাত্র সহজ উপায় হল শরীরের মধ্যে প্রাণশক্তির প্রবাহের সঠিক স্থিতির পুনর্স্থাপন করা ও এনার্জি ব্লক গুলি দূর করা, যা আমাদের সাধারনত গতানুগতিক চিকিত্সা দ্বারা কখনো সম্ভব না । তাই আমাদের প্রয়োজন রেইকি মত এনার্জি হিলিং থেরাপির যা শরীরের প্রাণ প্রবাহ কে নির্ভুল ভাবে ব্যালান্স সমর্থ । এবং এই প্রাণ প্রবাহের সঠিক স্থিতির সাথে আমরা আমাদের শরীরের নানা জটিল সমস্যা যেমন ব্লাড প্রেসার, ব্লাড সুগার, thyroid, অনিদ্রা থেকে শুরু করে শরীরের বিভিন্ন ব্যথা বেদনা এবং মানসিক দুচিন্তা, মন কষ্ট, অস্থিরতা, হতাশার মত দীর্ঘস্থায়ী রোগের দ্রুত নির্মূল করতে পারি । Reiki Healing Stones রেইকি থেরাপি সঠিক পদ্ধতি: রেইকি চিকিত্সার ক্ষেত্রে প্রথম ধাপ হল শরীরে মধ্যে বিভিন্ন কারণে তৈরি হওয়া এনার্জি ব্লকের গুলি খুজে বার করা। এবং তার সঠিক স্থিতির নির্ধারন করা যার উপর ভিত্তি করে সঠিক পদ্ধতি অবলম্বন করে শরীরের মধ্যে প্রাণ প্রবাহ সচল করা। এর পরের ধাপ হল বিভিন্ন ক্রিয়ার সাথে শরীরের নানা ধরনের এনার্জি কে এক এক করে ব্যালান্স করা, এবং এর সাথে সাথে বিভিন্ন এনার্জি ব্লক গুলি দূর করা ও শরীরের মধ্যে প্রাণশক্তির প্রবাহ স্থিতি কে ব্যালান্স করা। এই সম্পুর্ন রেইকি প্রক্রিয়াটি হতে পারে বিভিন্ন ধাপের মাধ্যমে যা হতে পারে নির্দিষ্ট পার্থনার মধ্যমে বা স্পর্শ অনুভূতির সাহায্যে বা বিশেষ কিছু পাথরের মধ্যমে, নিজের Aura ক্ষমতা পরিশুদ্ধির মাধ্যমে ইত্যাদী পথ অবলম্বন করে মানুষের সমস্যা অনুযায়ী এই থেরাপির জন্য বিভিন্ন ভবে প্রয়োগ করা হয়। এই প্রাণশক্তি বা এনার্জি প্রবাহ সঠিক স্থিতি ফিরে আসলে শরীর ও মনের দুরারোগ্য সমস্যার দ্রুত সমাধান এবং যে কোন ধরণের সমস্যা নিরাময় করা প্রতিটি মানুষের কাছেই সম্ভব। রেইকি সম্পর্কে আরো বিষদে জানতে আপনারা পড়তে পারেন বাংলায় এই বইটি: https://amzn.to/3wuRTyD Reiki healing রেইকি হিলিং প্রয়োজনিয়তা: মানুষের জীবনের বহু শারিরীক ও মানসিক সমস্যা রয়েছে, যা গতানুগতিক চিকিত্সার দ্বারা নির্মূল করা সম্ভব নয়। কারণ যে কোন সমস্যার সমাধানের জন্য প্রয়োজন আমাদের সমস্যার মূল কারণ খুজে বার করা ও মূল থেকে তাকে নির্মূল করা। সাধারণ চিকিত্সা পদ্ধতি বিভিন্ন রোগ বা সমস্যার উপর কিছু সময়ে জন্য নিয়ন্ত্রণ আনতে সহজ্য করলেও গোরা থেকে রোগ নির্মূল করতে অসমর্থ। তাই রোগের স্থিতি ও কারণ অনুজাই কিছু বিশেষ ধরনের চিকিত্সা পদ্ধতি অবলম্বন করা অতি প্রয়োজন। এই রকমের একটি চিকিত্সা পদ্ধতি হল রেইকি হিলিং, যার সবচেয়ে বড় গুণ হল মানুষ কে ভিতর থেকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে ও নানা সমস্যা কে গোরা থেকে নির্মূল করতে সাহায্য করে। সঠিক রেইকি ক্রিয়ার সাথে সাথে আমরা আমাদের দীর্ঘ দিনের সমস্যা যেমন সুগার ব্লাড প্রেসার Thyroid ইত্যাদী সমস্যা গুলির উপর সঠিক নিয়ন্ত্রণ আনতে পারি। এমনকি রেইকি সাহায্যে আমরা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত বাড়াতে পারি। তাই আমাদের যে কোন সমস্যা সমাধানের জন্য সঠিক রেইকি গুরুর থেকে পরামর্শ নেওয়া একবার হলেও প্রয়োজন। রেইকি সাবধানতা: আজকের দিনে রেইকি চিকিত্সা মানুষের কাছে চিকিত্সা কম 70% ব্যবসায় পরিণত হয়েছে, কারন বেশির ভাগ Reiki মাস্টার এনার্জি থেরাপি সম্পর্কে সঠিক ভাবে অবগত নয় এবং অভিজ্ঞতার এনাদের খুবই কম। Reiki থেরাপি জন্য প্রথমে বোঝা প্রয়োজন শরীরের Energy Block বা প্রাণ শক্তি প্রবাহের বাধা সম্পর্কে তার উপর ভিত্তি করে সম্পুর্ন রেইকি চিকিত্সা। রেইকি বা এনার্জি healing therapy সঠিক জ্ঞান স্পষ্ট ধারনা ছাড়া কোন ব্যাক্তির উপর রেইকি ক্রিয়ার ব্যবহার করলে প্রাণশক্তি অধিক প্রবাহের শরীরের মধ্যে এনার্জি ইমব্যালান্স সৃষ্টি হয়, যা কারণে চিকিত্সা কম শরীরের ক্ষতি পরিমান আরও বেশি হবে। আসা করি আপনাদের সঠিক information দিতে পড়েছি যদি আপনাদের রেইকি সম্পর্কে আর কিছু জানার থাকে তবে আমাদের Call করুন 9433657349 এই নম্বরে বা mail করুন contact@wisdomcue.com মধ্যে